ads

আমাদের সাইটে আপনাকে "স্বাগতম" সবকিছু একনজরে পেতে আমাদের সাইট টি নিয়মিত ফলো করুন

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে বিশাল নিয়োগ ২০২৩

 ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে বিশাল নিয়োগ 


নিয়োগের তারিখ ঃ- ২৬ ডিসেম্বর ২০২২ 

আবেদন শুরুর তারিখঃ- ২৭ ডিসেম্বর ২০২২ 

শেষ তারিখ ঃ-  ২৩ জানুয়ারী ২০২৩ 

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। উক্ত পদে যারা আবেদন করতে চান http://dip.teletalk.com.bd/  উক্ত ওয়েব সাইটে গিয়ে অনলাইন এ আবেদনের জন্য ফরম পূরন করে এপ্লাই করতে পারেন । Online আবেদন পূরন ও পরীক্ষার ফী  উক্ত নিদিষ্ট তারিখের মধ্যে সম্পাদন করতে হবে। 

                                বিজ্ঞপি টি PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন 

আবেদনের নিয়মাবলী /নিয়োগ সংক্রান্ত শর্তবলী- 
 ১। আবেদনকারীর বয়স ৩১ ডিসেম্বর, ২০২২ খ্রিঃ তারিখে সর্বনিম্ন ১৮ বছর  এবং ২৫ মার্চ, ২০২৩ খ্রিঃ  তারিখে অনুর্দ্ধ ৩০ বছর হবে আবেদন যোগ্য বিবেচিত করা হবে। 
২। মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার পুত্র - কন্যা অথবা শারীরিক প্রতিবন্ধীদের বয়স নিথিলযোগ্য 
৩। এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তাদের যথাযত কৃতপক্ষের সনদ দাখিল করতে হবে/। 
৪। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করা হবে।
৫। লিখিত , ব্যবহারিক (প্রয়োজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরিক্ষায় অংশগ্রহনকারীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। 
৬। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পকিত যে কোন সংযোজন, (যদি থাকে)  ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিজস্ব ওয়েব সাইটে ( www.dip.gov.bd) পাওয়া যাবে। 

বিজ্ঞপ্তিটিতে আরো বিস্থারিত উল্লেখ করা আছে আপনারা সকলে আবেদনের আগে পড়ে নিবেন । যদি তবুও কারো বুঝতে সমস্যা হয় তো আমাদের ইউটিউব চ্যানেল এ বিস্তারিত ভাবে বুঝানো হয়েছে ভিডিও টি দেখে নিবেন । 


No comments

Powered by Blogger.