মোবাইলের প্রয়োজনীয় ৫ টি অ্যাাপ
মোবাইলের প্রয়োজনীয় ৫ টি অ্যাাপ -
এখন আমরা কমবেশি সকলে স্মার্টফোন বা Android Phone ব্যাবহার করে থাকি। স্মার্ট ফোনের ব্যাবহার আরো সহজতর করার জন্য প্লে স্টোরে অনেক অ্যাপ আছে। হাজারো অ্যাপের মধ্যে কোনটি আপনার নিত্য প্রয়োজনীয় অ্যাপ এবং সহজতর তা সহজেই খুজে পাওয়া খুব মুশকিল। তাই আমি আজ আপনাদের মাঝে আজকে ৫ টি দারুন অ্যাাপ নিইয়ে হাজির হলাম। এসব অ্যাপ আপনার ফোনে থাকলে আপনার স্মার্ট ফোন ব্যবহার আরো সহজতর হয় যাবে এবং এসব অ্যাপ অনেক সময় অনেক কাজে দিবে।
১. Google Task
এ অ্যাপ টি দৈনন্দিন জীবনে খুবই দরকারি একটি অ্যাপ । সারাদিন কি কি করবেন তা আগের রাতে আমরা অনেকে ভাবি। কিন্তু পরের সকাল এ সবই ভুলে যাই। কিন্তু এ অ্যাপটি ব্যবহার করলে আপনি চাইলেই সারাদিনের টাস্ক নোট করে রাখতে পারবেন। ফলে কোন কিছু মনে হারানোর প্রশ্নেই আসে না । অসাধারন একটি অ্যাপ। অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন।
২. Keep Note
এটিও গুগোলের একটি অসাধারন অ্যাপ । ফোনে জিমেইল এড করা থাকলে ওই জিমেইল দিয়ে সাইন ইন করে নিবেন। আপনার জীবনের বিশেষ কিছু সহজেই নোট করে রাখতে পারবেন। এবং তা কোন নিজে থেকে কখনো হারাবে না যদি না আপনি ডিলেট করে দেন । অব্যষই জিমেইল দিয়ে সাইন ইন করা থাকতে হবে। এটিও আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন।
৩. Shareit
এ অ্যাপটি চিনেন না এমন খুব কমই লোক থাকবে। আমাদের অনেকের ফোনে এখন ডিফল্ট কোন শেয়ারিং অ্যাপ দেওয়া থাকে। কিন্তু আগে ফোনে ডিফল্ট শুধু Blututh ছাড়া কিছুই ছিলো না। তাই তখন এ আপটি সবার ফোনেই ইন্সটল পাবেনই। এখনো যাদের ফোনে ডিফল্ড শেয়ারিং অ্যাপ দেওয়া নাই তারা এ আপটি ব্যাবহার করতে পারেন।
৪. Google Lens
আগেকার ফোনে এ অ্যাপটি ডিফল্ট ভাবে ইন্সটল ছিলো না। কিন্তু এখন প্রায় সব ফোনেই এ আপটি ডিফল্টভাবেই ইন্সটল করা থাকে। কিন্তু আমরা অনেকে এর ব্যবহার জানিনা। আসলে এ অ্যাপটি কাজ হলো ধরুন কোন কিছু দেখলেন তার আরো বিস্তারিত জানার জন্য অ্যাপটির মাধ্যমে ছবি তুলে সহজেই বিস্তারিত জানতে পারবেন। অব্যষই নেট কানেকশন থাকতে হবে।
৫. Notification History Log
আমরা অনেক সময় নোটিফিকেশন না পড়েই নোটিফিকেশন কেটে দিই। কিন্তু পড়ে মনে করি যে নোটিফিকেশনটি পড়া দরকার ছিলো বা পরবর্তীতে নোটিফিকেশন খুজে পাই না। এজন্য সমাধান Notification History log , এ অ্যাপটি ইন্সটল থাকলে আপনি পরবর্তীতে কি নোটিফিকেশন আসছি তা দেখতে পারবেন। খুবই উপকারী একটি অ্যাপ।
উক্ত সকল অ্যাপই প্লে স্টোরে পেয়ে যাবেন। আর যদি কেও না পেয়ে থাকেন তো অব্যষই কমেন্ড এ জানাবেন।
এমন আরো গুরুপ্তপূর্ন পোস্ট পেতে আমাদের সাথাই থাকুন ধন্যবাদ ।
No comments