ভারত এবং নিউজিলেন্ড ম্যাচ এ অবিস্বাসকর লড়াইয়ের পরও জয়
ভারত এবং নিউজিলেন্ড ম্যাচ এ অবিস্বাসকর লড়াইয়ের পরও জয় ভারতের
প্রথম ইনিংশে ব্যাট করতে নেমে ভারত যেনো কোন কুলই পাচ্ছিলো না আজকের ম্যাচে। শুরুতেই ৩৮ বল খেলে ৩৪ রান করে আউট হন রোহিত শার্মা। এর পর আসেন বিরাট কোহিলি। কিন্তু আজকে কিং কোহিলি তেমন বেশি রান করতে পারেন কি । ১০ বল খেলে ৮ রান করেই বোল্ট হন। কেও যেনো আজ তেমন কোন ফর্ম এই করতে পারতেছিলো না । কিন্তু Shubman Gill আজকে অনেক ভালো খেলেছে । সবাই যখন মাটে ঠিকতেই পারতেছে না তখন আজ Subman Gill একাই ১৪৯ বলে ২০৮ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন । Subman Gill ছাড়া আজ কেওই ৪০ এর ঘড়ই পেড়েতে পারে নি। ফাস্ট ইনিংশ শেষে ভারতের মোট রান দাঁড়ায় ৩৪৯/৮(৫০) রান।
দ্বিতিয় ইনিংশ এ ব্যাট করতে নেমে নিউ জিলেন্ড ও যেনো ভারতের মতোই শুরুর পথে হাটতেছিলো । ১০ রান করেই আউট হন ওপেনিং এ নামা Dovon Conway. দলিয় ৭০ রানের মাথায় আউট হন আরেক ওপেনিং Finn Allen. এর পর যেনো আরো খারাপ অবস্থা হয় নিউ জিলেন্ড টিমের। কিছুক্ষন পর আরো উকেট যায় 78-3 (Henry Nicholls, 15.3), 89-4 ( Daryl Mitchell, 17.4), 110-5 (Glenn Phillps 24.3), 131-6 (Tom Latham 28.4) এ সময় দেখে মনে হইছিলো ম্যাচ তো নিশ্চিত সহজ ভাবেই ভারত জিতে যাবে কিন্তু ভারতের জিতা এতো সহজ ছিলো না তা Micheal Bracewell আসেই বুঝা যায়। কারন Micheal বিধংসী ব্যাটিং এ ভারত এক প্রকার ম্যাচ হেরেই যাচ্ছিলো। সহজেই Micheal তার সেঞ্জরি তুলে নেয়। কিন্তু মোহাম্মদ সিরাজ এর প্রানপর চেষ্টার ফলে ৭৮ বলে ১৪০ রান করে থামান Micheal কে।
দারুন অসাধারন খেলেছে Micheal. সত্যিই প্রসংসা পাওয়র যোগ্য।
No comments