ads

আমাদের সাইটে আপনাকে "স্বাগতম" সবকিছু একনজরে পেতে আমাদের সাইট টি নিয়মিত ফলো করুন

ঠাকুরগাঁও এ ছেলের হাতে বাবার খুন

 ঠাকুরগাঁও এ ছেলের হাতে বাবার খুন 


ঠাকুরগাঁও এ পৌরসভার শান্তিনগ এর একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানিয়রা জানান ,  গত রবিবার ( ৫ জানুয়ারি) মধ্যরাতে  নিহত ফজলে হকের মেজো ছেলে গোলাম আজম ঘুমিয়ে পড়লে বাবা ফজলে হক মশারি টানিয়ে দিতে যান। এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই ছেলে গোলাম আজম বাবা ফজলে হককে দেশিয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আহত করে । এতে বাবা রক্তাত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন । 



বাবার মৃতু নিশ্চিত হওয়ার পর ছেলে গোলাম আজম নিজেই ছুটে চলে যান সদর থানায়। পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। গোলাম আজমকে পুলিশ আটক করে রাখা হয়েছে। 

জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, এ ঘটনার তদন্ত চলতেছে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন।দ্রুত  এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


আরো পড়ুন ঃ- দাবানলে পুড়ছে  ৬ লাখ একর বনভূমি এনং নিহতের সংখ্যা... 



No comments

Powered by Blogger.