ads

আমাদের সাইটে আপনাকে "স্বাগতম" সবকিছু একনজরে পেতে আমাদের সাইট টি নিয়মিত ফলো করুন

আইপিএল খেলা পত্যাহার সাকিবের

 অবশেষে এ বছরের আইপিএল খেলা নিজে থেকে পত্যাহার করছেন সাকিব আল হাসান 

দীর্ঘ গুঞ্জন এর পরও বিসিবি অটুট তাদের নিজ সিদ্ধান্তে । এদিকে কলকাতা নাইট রাইডার্স দলের অবস্থা খুবই খারাপ। তাদের প্রথম ম্যাচ শুরুই হলো হারের মধ্য দিয়ে। এ সময় কলকাতা নাইট রাইডার্স এর সাকিব আল হাসান এবং লিটন দাসের খুব জরুরী ভাবেই প্রয়োজন বলা চলে।  

কিন্তু বিসিবি সাকিব আল হাসান এবং লিটন দাসকে NOC না দেওয়ারই পক্ষে। পরিশেষে কলকাতা এক প্রকার বাধ্য হয়েই সাকিবকে অনুরোধ করে সাকিব যেনো এ বছরের আইপিএল নিজ থেকেই প্যতাহার করে । সাকিব নিশ্চিন্ত মনেই এক প্রকার তা মেনে নিতে বাধ্যই হয় কারন সাকিব অনেক চেষ্টা করছিলো বিসিবির মন জয় করে এন ও সি নেওয়ার । কিন্তু কোনভাবেই বিসিবির মন জয় করতে পারে নি । আবার ঠিক এ সময় কলকাতার নাইট রাইডার্স এর এ অনুরোধ। 



ঠিক একই অনুরোধ কলকাতা নাইট রাইডার্স  লিটন দাসকেও করছিলো। কিন্তু লিটন দাস কলকাতার এমন অনুরোধ রাখে নি। কারন লিটন চায় তার প্রথম আইপিএল খেলতে । 

হাজারো ক্রিকেট প্রেমী অধীর অপেক্ষায় ছিলাম এবার আইপিএল এ একই দলে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার একই সাথে খেলবে। কিন্তু সকলের  আশা যেনো এক নিমিষেই ভঙ্গ করে দিলো বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন শুরু থেকেই জানিয়ে আসতেছিলো আন্তজার্তিক ম্যাচের সময় কোন প্লেয়ারকে এনওসি দেওয়া হবে না। পরিশেষে তার সিদ্ধানই অটুত থাকলো। 

গতবার তাসকিন আহমেদ কে এনওসি না দেওয়ার কারনে আইপিএল খেলতে পারে নি। এবার লিটন দাস এবং সাকব আল হাসান কে এনওসি না দেওয়ার কারনে সাকিবের আইপিএল পত্যাহার, এবং  যদিও লিটন আয়ারল্যান্ড এর সাথে টেস্ট ম্যাচ এর পর আইপিএল খেলতে যাবেন তবুও বিসিবি এনওসি দিতে এতো দ্বিধা দন্ড কেনো ? প্রশ্ন থাকেই যায় ,যেখানে অস্টেলিয়া,ওয়েস্টওন্ডিস,সাউথ আফ্রিকার মতো দেশের প্লেয়ার আইপিএল খেলার সুযোগের অপেক্ষায় থাকে সেখানে বাংলাদেশে র প্লেয়ারদের সুযোগ পেয়েও শুধু এনওসির জন্য খেলতে পারবে না কেনো। 

Read More 

No comments

Powered by Blogger.